৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় আওয়ামী লীগ নেতা নিপুর দাফন সম্পন্ন

আপডেট: জুন ২, ২০২৩

হিজলা প্রতিনিধি :: তালাৎ মাহমুদ নিপু সিকদার। হিজলা উপজেলা গুয়াবাড়ীয়া নিবাসী, গুয়াবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, হিজলা উপজেলা আওয়ামী লীগের সদস্য। কাউরিয়া কেরামতিয়া রাবেয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি। গুয়াবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাচান মাহমুদ শিকদার এর দ্বিতীয় পুত্র এবং হিজলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ টিপু সিকদার ও হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলতাফ মাহমুদ দিপু সিকদার এর ভাই।

২ জুন সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ক্যাগ করেন। ইন্নালিল্লা………..রাজেউন। একই দিন বাদ আছর উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দলমত নির্বিশেষে উপজেলার সকল স্তরের মানুষের ঢল নামে।কানায় কানায় পূর্নহয় কলেজ মাঠ।
মরহুমের জানাযায় অংশগ্রহন করেন ঢাকা দক্ষিনের আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ,বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর মহসিন সিকদার,মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারী, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান,হিজলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল গাফফার তালুকদার, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ সাজাহান তালুকদার,হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ,মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল হাসান মিঠু খান, মুলাদী পৌরসভা মেয়র সফিকুজ্জামান রুবেল সহ হিজলা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বস্থরের সাধারন মানুষ অংশগ্রহন করেন।
মরহুম তালাৎ মাহমুদ নিপু সিকদারের মৃত্যুকালে বয়স হয়েছিল (৬০)।তিনি স্ত্রী ও ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।জানাযা শেষে মরহুমের মরদেহ তার নিজ বাড়িনরসিংহপুরের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

216 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন