২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর আসাদুজ্জামান এর নির্বাচনী ১৭ ইশতেহার ঘোষনা করেন

আপডেট: জুন ৯, ২০২৩

বিজয় নিউজ:: বরিশালের সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতী মার্কার মো: আসাদুজ্জামান আজ শুক্রবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে নির্বাচনী ১৭ ইশতেহার ঘোষনা করেন ।
১.দুই দশকের অবহেলিত বর্ধিত এলাকার উন্নয়ন করা হবে অগ্রাধিকার ভিক্তিতে সেই সাথে সিটি এলাকা সকল সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি এই বর্ধিত এলাকা হবে এই মহানগরীর দৃষ্টিনন্দন ভ্রমণ কেন্দ্র।
২. নগরীর কলোনীগুলোর নামকরণ করা হবে সিটি রাজমহল। প্রত্যেকটিতে থাকবে বহুতল ভবন আর প্রাথমিক চিকিৎসার জন্য থাকবে স্বাস্থ্য সেবা কেন্দ্র।
৩. দখল দূষণে হারিয়ে যাওয়া যাওয়া নগরীর সকল খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।
৪. সকল প্রকার নাগরিক কর সহনশীল পার্যায় রাখা হবে।
৫. মসজিদ-মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সিটি করপোরেশন থেকে অতীতের যে কোন সময়ের থেকে অধিক বরাদ্দ দেয়া হবে।
৬. নগরীর সকল স্থানে সড়ক বাতি স্থাপন করে রাতের নগরীকে করা হবে আলোকিত ।
৭. ড্রেনেস ব্যবস্থার আধুনিকায়ন করে নগরীর শতভাগ জলাবদ্ধতা নিরসন করা হবে।
৮. নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ ও দৃষ্টিনন্দন পার্ক নিমার্ণ করা হবে।
৯. সরকারী সুবিধা ব্যাতিত অস্বচ্ছল কর্মহীনরা পাবে সিটি ভাতা।
১০. বরিশাল নগরী হবে দেশের সব থেকে নিরাপদ ও শান্তি নগরী। দখলবাজ, অস্ত্রধারী সন্ত্রাসীদের দমনে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
১১. শিক্ষা, শিল্প ও সংস্কৃতির মান উন্নয়নে সিটি করপোরেশন অতীতের যে কোন সময়ের থেকে অধিক বরাদ্দ দেয়া হবে।
১২. নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
১৩. নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।
১৪. ছোট থেকে বহুতল যে কোন ভবনের প্লান দেয়া হবে এক সপ্তাহের মধ্যে।
১৫. নগরীর প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হবে অভিযোগ বক্স। আমি নির্বাচিত হলে বিসিসির এই অভিযোগ বক্সের সকল অভিযোগ লিপি মেয়র হিসেবে নিজে তদারকি করবো।

১৬.দখল দুষণে হারিয়ে যাওয়া নগরীর সকল খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।
১৭. সকল প্রকার নাগরীক কর সহনশীল পর্যায় রাখা হবে।

504 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন