১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট: জুন ২৬, ২০২৩

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা,(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সরকারি বরাদ্দের অর্থায়ানে সমিতির ক্লাব নির্মানে জৈনেক সাংবাদিক ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ওই সাংবাদিক ক্ষিপ্ত হয়ে শিক্ষক সমিতির বিরুদ্ধে মিথ্যা ও বানুয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
ধর্মপাশা উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল ২৫ জুন রবিবার বিকাল সাড়ে ৩টায় পরিত্যাক্ত সিনেমা হল সংলগ্ন শিক্ষক সমিতির ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবীর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি লিখিত বক্তব্য বলেন, সমিতির নিজস্ব জায়গায় সমিতির ক্লাব নির্মানের জন্য স্থানীয় সাংসদ এর মাধ্যমে ২০২২-২০২৩ অর্থ বছরে দুর্যোগ অধিদপ্তর থেকে ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। ওই বরাদ্দকৃত অর্থ দিয়ে আমাদের সমিতির ক্লাব ঘর নির্মান করার পর স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা এসে সমিতির ভবন উদ্বোধন করেন। এবং আমরা শিক্ষকদের ব্যক্তিগত পকেট থেকে চাঁদা তুলে সমিতির সামনে দুইটি মার্কেট নির্মান করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছি।
কিন্তু দুঃখের বিষয় আমাদের শিক্ষক সমিতির ভবনটি নির্মানের সময় এম এম এ রেজা পহেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাঁকে চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গতকাল ২৫জুন রবিবার দৈনিক আমার সংবাদ নামে একটি পত্রিকায় আমাদের সমিতির শিক্ষক সদস্যদের বিরুদ্ধে মিথ্যা বানুয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

218 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন