আপডেট: জুলাই ৫, ২০২৩
ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশায় টানা চারদিন ধরে অভিরাম বৃষ্টি ও ভারতের মাটিয়ান ও মেঘালয় পাহাড়ের ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে উপজেলার নিম্মঞ্চল প্লাবিত হয়ে কাঁচা ও পাঁকা সড়ক ডুবে যাওয়ায় গ্রামবাসী নৌকা যোগে চলাচল করছেন। আগাম বন্যার মোকাবেলায় প্রস্ততি সভা।
গত বছরের ন্যায় বন্যা হওয়ার আসংখ্যায় গতকাল ৪ জুলাই মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও প্রশাসনের যৌথ উদ্যোগে,উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে দুপুর ১২টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরী ভিত্তিতে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
টানা চারদিন অভিরাম বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে উপজেলার নিম্মঞ্চল প্লাবিত হওয়ায় একাধিক ইউনিয়নে কাঁচা ও পাকা সড়ক তলিয়ে যাওয়ায় গ্রামবাসী এখন নৌকা যোগে চলাচল করছেন। বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নে নিচু স্থানে ৪/৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় পানিবন্ধী হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে গঠন মূলক বক্তব্য রাখেন, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় দক্ষিন ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল ও সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খুকা। এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।