১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে বিক্ষোভ সমাবেশে সুইডেনের সঙ্গে দেশের সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জামায়াতের

আপডেট: জুলাই ৭, ২০২৩

সুরুজ আহম্মেদ:: সুইডেনের সঙ্গে দেশের সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার (০৭ জুলাই) জুমার নামাজের পর নগরীর গীর্জামহল্লা থেকে জেলা ও মহানগর শাখা এই মিছিল বের করে। মিছিলটি কাকলীর মোড় হয়ে নগর ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তৃতা করেন, মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান অলিদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহে আলম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি বায়েজীদ বোস্তামী প্রমুখ।
বক্তারা বলেন, ‘তুরষ্ক ঘোষণা করেছে যতদিন পর্যন্ত সুইডেন কোরআন অবমাননা বন্ধ না করবে ততদিন পর্যন্ত তাদেরকে ন্যাটো জোটে নেওয়া হবে না। বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনি এদেশের ৯৫ ভাগ মুসুলমানের প্রতিনিধিত্বকারী রাস্ট্রপ্রধান। আপনিও তুরষ্কের মত একটি বলিষ্ট ঘোষণা দিয়ে বিশ্বের মুসলমানদের হৃদয়ে আপনার স্থান করে নিন। সুইডেনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ও কড়া প্রতিবাদ গ্রহণ করুন। আমরা বলতে চাই কোরআন পুড়িয়ে, আমার নবীকে আবার অপমান করে মুসুলমানদের দাবিয়ে রাখা যাবে না’।
বক্তারা আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন সময়ে স্থানে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ইসলাম ও প্রিয় নবী, কোরআনকে নিয়ে কটাক্য করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারা মুসুলমানদের হৃদয়ে বারবার আঘাত দিয়ে আসছে। তাই তীব্র নিন্দা জানিয়ে অবমাননার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করছি।

169 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন