১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন

আপডেট: জুলাই ৯, ২০২৩

ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি:: সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা মহাগ্রস্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে ধর্মপাশায় আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় অগ্রবাদীদের দ্বারা মহাগ্রস্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশনের উদ্যোগে গতকাল রবিবার দুপুর ২ঘটিকায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আহলে সুন্নাত তরিকত ফেডারেশনের কয়েকশ ভক্ত আশেকান মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশনের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা রেজভী, সাধারন সম্পাদক ইয়ারখান রেজভী, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, ইউপি সদস্য রিপন, রোকন মিয়া, হায়দার জাহান খান পাঠান ও ফেডারেশনের একাধিক ভক্তবৃন্দ।

162 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন