১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কেমিস্ট ফার্মাসিটিক্যাল চট্টগ্রাম জনের এরিয়া ম্যানেজার ৫ দিন ধরে নিখোজ

আপডেট: জুলাই ১৫, ২০২৩

বিজয় নিউজ:: কেমিস্ট ফার্মাসিটিক্যাল চট্টগ্রাম জনের এরিয়া ম্যানেজার ও উজিরপুর বামরাইল ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক জাইদুল ইসলাম মোল্লার ছোট ভাই সাইফুল ইসলাম(বাবু)কে গত ১০ জুন উজিরপুর উপজেলাধীন বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেটে সংলগ্ন বাসা থেকে সাদা পোশাক ধারীরা নিয়ে যায়। তখন সাইফুল ইসলাম(বাবু)র ‌স্ত্রী সুরাইয়া আক্তার কে বলেন আমরা ডিবির লোক,(বাবু)সাথে কথা আছে কিছু খনের মধ্যে পাঠাইয়া দিবো। এ বলে ভাড়া বাসা থেকে তা কে উঠাইয়া নেয়। কিছু খন পর সুরাইয়া আক্তার স্বামীর ফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এর পর পরিবারের লোকজন বরিশাল ডিবির অফিসে জানতে চাইলে অফিস থেকে বলা হয় তাদের বাহিনী থেকে সাইফুল ইসলাম(বাবু) নামে  কাউকে আনা হয় নি। অনেক খোজখবর নেয়ার পরও কোন খবর না পাওয়ায় গত ১৪ জুন উজিরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

781 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন