২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

উজিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: জুলাই ২৭, ২০২৩

উজিরপুর উপজেলা প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পন, রেলী , কেক কাটা ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০  টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর পুর্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় । পরে একটি বর্ণাঢ্য রেলী বিভিন্ন সড়ক প্রতিক্ষণ   করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কেক কেটে প্রতিস্ঠা বার্ষিকী পালন করেন নেতা কমীরা। পরে  উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সবুজ বালীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌরমেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন স্যার, উজিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ ক মোঃ রবিউল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা, বামরাইল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল আমিন খলিফা ও সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম রাড়ী আরো প্রমুখ।

 

119 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন