আপডেট: আগস্ট ২, ২০২৩
ধর্মপাশা,সুনামগঞ্জ সংবাদদাতা:: ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের সাথে মতবিনিময়, নগদ অর্থ ও ক্রেস্ট বিতরন করা হয়।
ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অস্বেষল প্রতিযোগীতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিতদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ্য। সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুব কবীর।