২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল উজিরপুরে শেখ কামালের ৭৪ তম জম্মবাষিকী পালন

আপডেট: আগস্ট ৫, ২০২৩

উজিরপুর প্রতিনিধি : : বরিশালের জেলার উজিরপুর উপজেলা উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে ।

৫ আগস্ট সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, গাছের চারা রোপন শেষে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে বীর মুক্তিযাদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের শ্মৃতি ফলকে পুস্প মাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী , সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবালসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী । এ সময় শেখ কামালের জিবনের উপর ব্যাপক আলোচনা শেষে দোয়া অনুস্ঠিত হয় । উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে ।

134 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন