আপডেট: আগস্ট ৭, ২০২৩
বিজয় নিউজ:; বরিশালের গৌরনদী উপজেলার একটি মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এসময় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সোমবার (০৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন- গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার আলাউদ্দিন বয়াতির ছেলে সিয়াম আহম্মেদ (২০), গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকার নাছির শরীফের ছেলে রেজাউল শরীফ (২৮) ও একই উপজেলার কলাবাড়িয়া এলাকার প্রয়াত টমাস রায়ের ছেলে পার্থ রায় (২৩)।
পুলিশ সুপার জানান, ০৩ আগষ্ট রাতে গৌরনদীর কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মূল ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৯টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে গৌরনদী মডেল থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রোববার উপজেলার কাশেমাবাদ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে। পরে ৬টি ল্যাপটপ সিয়ামের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর চুরির সাথে জড়িত রেজাউল ও পার্থকে দক্ষিণ বিজয়পুর থেকে গ্রেপ্তার করে আরও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার ওয়াহিদুল আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকার করেছে সকলে আন্তজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে আসছিলো। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বলেন, মাদ্রাসার ক্যাম্পাস বড় তাই নৈশ প্রহরী থাকলেও বিষয়টি সে টের পায়নি। চোর গাছ বেয়ে দোতলায় উঠে চুরি করেছে। চোরদের একজন সিয়াম এক সময়ে এই মাদ্রাসার ছাত্র ছিলো।