২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল উজিরপুরে সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

আপডেট: আগস্ট ১০, ২০২৩

উজিরপুর প্রতিনিধি মোঃ জাইদুল ইসলাম মোল্লা  : :  বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সীমানা নির্ধারণ করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ০৯/০৮/২০২৩ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় স্থানীয় আমিন দ্বারা সীমানা সঠিকভাবে পুনঃনির্ধারণের লক্ষ্যে মাপঝোপ শুরু হয়। কিন্তু বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোঃ বেল্লাল সরদার তার ভাই আল আমিন সরদার ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় অতর্কিতভাবে প্রতিপক্ষের নিরস্ত্র নিরীহ মানুষের উপরে লোহার রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আবুল বাশার সরদার (৬০) তার স্ত্রী মোসাম্মৎ খোদেজা বেগমের (৫৫) মাথা ফেটে গুরুতরভাবে আহত হয়, এছাড়া মোঃ সুজন আকন (২৫) ও মৃদুল আকন(১৭) পিতা ঃ মোঃ আবুল বাসার সরদার সহ আরো অনেকে আহত হয়। আহত আবুল বাশার এবং তার স্ত্রী খোদেজা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে স্থানীয়দের সহায়তায় আশোকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আবুল বাশার সরদার ও তার স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় এবং তাদের অবস্থার চরম অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরন করেন। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়।

পরে আহত আবুল বাশার সরদারের পুত্র মোঃ সাইফুল ইসলাম উজিরপুর মডেল থানায় উপস্থিত হইয়া মামলা দায়ের করেন। এতে সরাসরি মারামারিতে অংশ নেয়া বেল্লাল সরদার (২৩) তার ভাই আল আমিন সরদার (২৫) এবং পিতা নূর মোহাম্মদ সরদার (৫০) সহ আরো অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়। এবিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শন করা এস আই রাজিব দাস সনেট ও এস আই মাজেদুল হক জানান ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা জনাব কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান প্রাথমিক তদন্ত শেষে মামলা রেকর্ড করা হচ্ছে, দোষীদের অবশ্যই দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে ইতোমধ্যে একাধিক অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।আশা করি অচিরেই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

157 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন