২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল হিজলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর

আপডেট: আগস্ট ১০, ২০২৩

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার অসহায়, দরিদ্র ও ঠিকানাবিহীন উপকারভোগী আরো ১৬৮ টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে । ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯ আগস্ট বুধবার সকাল সাড়ে দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার শেষে, হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই শতাংশ জমির দলিলসহ গৃহের চাবি উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ে উপকারভোগীদের মধ্যে হরিনাথপুর ইউনিয়নে ৮০টি, গুয়াবাড়িয়া ইউনিয়নে ২৫টি, মেমানিয়া ইউনিয়নে ২৩টি, হিজলা গৌরবদি ইউনিয়নে ৩২টি ও ধুলখোলা ইউনিয়নে ০৮টি পরিবার তাদের জমির দলিল ও গৃহের চাবি হাতে পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পংকজ নাথ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার(ভৃমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সচিব ও ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগীরাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিস এর সাথে উপকারভোগীদের হাতে একটি করে পেয়ারা গাছের চারা ও লাউ এর বীজ বিনামূল্যে বিতরণ করেছেন।

93 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন