২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের হিজলায় টিসিবির পণ্য বিতরনের অনিয়মের অভিযোগ

আপডেট: আগস্ট ১১, ২০২৩

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলাগৌরব্দী ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠছে সংশ্লিষ্ট ঠিকাদার শাহিন ট্রেডাসের মালিক শাহিনের বিরুদ্ধে।অভিযোগে জানা যায় শুক্রবার হিজলার হিজলাগৌরব্দী ইউনিয়নের মান্দ্রাবাজারে টিসিবির পণ্য বিতরণ করার কথা থাকলেও সেখান না দিয়ে অরাকুল খেয়াঘাটে পণ্য বিতরণ

জানা যায় এক থেকে দের ঘন্টার মধ্যে উপস্থিতি ভুক্তভোগিদের মাঝে ২ থেকে তিনশত উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ করে বাকি পণ্য নিয়ে চলে যায়।

ভুক্তভোগি হালিমা খাতুন, নুর ইসলাম, রওশন আরা, জাহাঙ্গীর মৃধা, বিউট বেগম, নাজমা বেগম, ফরিদ হাং সহ একাধিক উপকারভোগি জানান শুক্রবার ১১ টার দিকে বিতরণ শুরু করে। স্থানয়দের মাধ্যমে জেনে ২টার দিকে বিতরণ স্থানে গেলে টিসিবির ডিলারকে পাওয়া যায়নি।ডিলার শাহিন ট্রেডার্সের মালিক শাহিন জানান, স্থানীয় ইউপি সদস্য ফারুকের উপস্থিতিতে পণ্য বিতরণ করা হয়।স্থানীয় ট্যাগ অফিসারের নাম জানতে চাইলে তিনি তাকে চিনেনা বলে জানান। ফারুক জানান তিনি ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয় ইউপি সচিব শাহিন হাওলাদার জানান, আজ টিসিবির পন্য বিতরণ করা হয় তা আপনাদের মাধ্যমে জানলাম। সংশ্লিষ্ট ঢ্যাগ অফিসার উপজেলা সহকারি প্রকৌশলী ওবায়দুল জানান, টিসিবির পন্য বিতরণ বিষয় তাকে কেউ অবহিত করেন নাই।তিনি এ বিষয় উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবেন। জেলা বানিজ্য শাখার রিয়াজকে অবিহত তিনি বলেন, হিজলা কোন স্থানে পন্য বিতরণ করা হবে তা ঐ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবেন। এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে পণ্য বিতরণ করবে। এর বিহি হলে আইনী ব্যাস্থা।উপজেলা নির্বাহীঅফিসার কর্মকর্তা জানায়।

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন