২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল উজিরপুর বামরাইলে শোক দিবস পালিত হয়

আপডেট: আগস্ট ২৬, ২০২৩

উজিরপুর প্রতিনিধিঃ : মোঃ জাইদুল ইসলাম মোল্লা, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে ২৬ আগস্ট শনিবার বিকেল ৪ ঘটিকার সময় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সরদারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিচুর রহমান , প্রধান আলোচকের বক্তৃতা রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্য।ড, তালুকদার

মোঃ ইউনুসস ,ম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোঃ শাহে আলম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ কে এম ফজলুল হকের, সুযোগ্য উত্তরসূরী (নাতনি) ফাইজুল হক রাজু, এ্য।ড,সৈয়দা রুবিনা আক্তার মিরা, সংসদীয় আসনের এমপি ( ৩২৮), সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযাদ্ধা হাবিবুর রহমান খান , ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এস জামাল হোসেন উপজেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, , এ সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মাস্টার,
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

126 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন