৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল উজিরপুরে সুদের টাকার চাপে গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে

আপডেট: আগস্ট ৩০, ২০২৩

উজিরপুর (বরিশাল)প্রতিনিধি  : বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের সুদের টাকার চাপ সইতে না পেরে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিম তালুকদার ও নুরে আলম শিকদারের স্ত্রী সহ একাধিক ব্যক্তি একই গ্রামের সুজন খানের স্ত্রী নীকু বেগমের (৫৫) কাছে পূর্ব থেকে সুদের টাকা পেতেন।অর্থনৈতিক অনটনের কারণে সুদের টাকা পরিশোধ করতে না পারায় গত ২৮ আগস্ট সোমবার রাতে, স্থানীয় প্রভাবশালী,রফিক সরদার , সবুজ শিকদার ও মামুন শিকদার রাত দুইটা পর্যন্ত শালীশ দরবার করেন। তারই প্রেক্ষিতে ২৯ আগস্ট মঙ্গলবার ভোর ৫টার দিকে, নীকু বেগম তার ভাই পিপুল সর্দারের মুরগির ফার্মের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা আরো জানান, নীকু বেগমের ২ পুত্র এবং ১মেয়ে রয়েছে। ছেলে সোহেল ও রুবেল ঢাকার চাকরি করেন সেই সুবাদে ঢাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করছেন। তারই অর্থ যোগদান করতে এলাকাবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকার সুদ সহ বিভিন্ন খাতে ঋণ করেন। টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায়, স্থানীয় প্রভাবশালী নেতাদের মাধ্যমে সারারাত শালীশ বৈঠক চলে।এই ঘটনার জের ধরে চাপ সইতে না পারে ভোররাতে তিনি আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।অপরদিকে নীকু বেগমের মেয়ে সাথী বেগম(২৬) ও পুত্রবধূর রিনা বেগম(৩০) সাংবাদিকদের কে বলেন,তার মামা পিপুল সর্দারসহ একাধিক ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার এস আই, তরুণ হালদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশ ময়না তদন্তে পাঠানো হচ্ছে,রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

107 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন