আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩
হিজলা প্রতিনিধি :: হিজলার জানপুরে প্রত্যন্ত চরে বাড়িতে ঢাকাতি। ২ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই। স্বর্নলুট হামলায় নারী সহ আহত ৩। প্রত্যেকে হিজলা হাসপাতালে ভর্তি। ৪ দিনে সমাধান হয়নি । উভয় পক্ষের থানায় অভিযোগ। প্রভাবশালীদের চাপে ভুক্তভোগিরা।
অভিযোগ সূত্রে জানা যায় ১৭ সেপ্টেম্বর রবিবার স্থানীয় শাহজালাল মেস্তুরী সন্ধ্যার দিকে তার গরু খুজতে গেলে অপর আমজাদ মাতুব্বরের সাথে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায় আমজাদ মাতুব্বর, বিল্লাল বেপারী, হামিদ হাওলাদার সহ ১০/১২ জনের গ্রুপ রাত ৯টার দিকে জাহাঙ্গীর মেস্তুরীর বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্নালংকার নিয়ে যায়।
এতে আহত হয় শাহজালের মা তাছলিমা বেগম, বাবা জাহাঙ্গীর মেস্তুরী এবং শাহজালাল।
শাহজালালের বাবার অভিযোগ আমজাদ মাতুব্বর, বিল্লাল বেপারী, হামিদ হাওলাদার এরা প্রত্যেকে স্থানীয় প্রভাবশালী নেতা বাবুল মাতুব্বরের লোক। এরা পুরো জানপুর, চরজানপুর, খালিশপুরসহ বিস্তৃর্ন এলাকা নিয়ন্ত্রন করে আসছে। এরাই ঐ চরের স্ব-ঘোষিত রাজা। এদের আইনেই চলে চরের সকল কার্যক্রম।বছরের পর বছর এদের নির্যাতন ভোগ করে বসবাস করে আসছে চরবাসি।
মা তাছলিমা বেগম জানান চরের উঠতি বয়সি মেয়েরা এদের থেকে নিরাপদ না। তবে বিষয়টির প্রতি নজর দিচ্ছে না স্থানীয় প্রশাসন।হিজলা উপজেলা স্বাস্থ্যকম্পেক্সে ভর্তি হয়েও ভয়ে আছেন তারা।স্থানীয় ইউপি সদস্য হাবিব সরদার, আলাউদ্দিন দফাদার, ইসমাইলসরদারকে অবহিত করা হলেও কানে পানি যাচ্ছে না বাবুল বাহিনীর।অবশেষে থানায় অভিযোগ করেন তারা।
হাবিব সরদার জানান, তিনি বিষয়টি শুনছেন, ইসমাইল সরদার, ইউপি সদস্য আলাউদ্দিন দফাদার জানানআমজাদ মাতুব্বর, বিল্লাল বেপারী, শাহিন মাতুব্বর, হামিদ হাওলাদার সহ একটি গ্রুপ রয়েছে, এরা বাবুল মাতুব্বরের লোক। তাদেরকে ডাকা হয়েছে বিষয়টি জেনে বলতে পারবেন।
অভিযুক্ত শাহিন মাতুব্বর জানান, শাহজালাল নদীতে অবৈধ ভাবে মাছ ধরতে গেলে সেখানে বাধা দিতে গেলে এমনটি হয়।