আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩
হিজলা প্রতিনিধি :: অসহায় অপায়া পরিত্যাক্তা দুটি গ্রাম বাউশিয়া এবং বাহেরচর। অবহেলিত বঞ্চিত নদী বিধৌত এ গ্রাম দুটির বাসিন্দা নিজেদের মাথা গোজার জন্য ঠাই নিয়েছেন নতুন চরে।
বাউশিয়া এবং বাহেরচর গ্রাম দুটি হিজলা উপজেলার প্রাণ হলেও এটি এখন নিস্তব্ধ। বাকরুদ্ধ। এখন বাউশিয়া এবং বাহেরচরবাসি মাথাগোজার ঠাই গড়েছেন বাউশিয়ার দুঃখ মেঘনার ঐ পাড়ে “চরে”। প্রায় শতাধীক মানুষের বসবাস এখন এ চরে। এলাকাবাসির দাবি নতুন বাউশিয়া। মানুষের মনে নদীবাঁধের আনন্দ থাকলে এ দু’গ্রামের মানুষের মাঝে নেই উচ্ছস-আনন্দ। তারা এখন পরবাসি।
এ পরবাসিদের যাতায়াতের জন্য রয়েছে প্রমত্তা মেঘনায় খেয়া পারাপার। প্রায় আধা ঘন্টা নৌকা চালিয়ে তারা চলে যান নিজ ভুমে। এখানে চলাচলের জন্য নেই রাস্তা। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এমপির দানে এখানে হয়েছে একটি রাস্তা। তবে এ চলে রয়েছে একাধিক খাল। নতুন চর নতুন খাল, নতুন রাস্তা। তাও ভাঙ্গাচোরা।চলাচলের জন্য নেই ব্যবস্থা। এদের যাতায়াতের সহায়তায় আসশ্ত করলেন স্থানীয় চেয়ারম্যান ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার।
চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জানান, এ গ্রাম দু;টির মানুষ আমার ভোটার। এদের যাতায়াতের ব্যাবস্থার জন্য স্থান পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি। তবে আসা করছেন শিগ্রই তাদের লাঘবে এখানে একটি ব্রীজ করা যায় কি না।