আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এমএ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সজিব বাড়ৈ উপজেলার বাহেরঘাট গ্রামের রামপাল বাড়ৈর ছেলে।
সূত্রে জানা যায়- সজিব বাড়ৈ বরিশাল থেকে উজিরপুর ইচলাদী অভিমুখে যাচ্ছিলেন। বুধবার রাত পৌনে ৯ টার দিকে নতুন হাট ছেড়ে কিছু সামনে গেলে জলিল সেতুর কাছাকাছি পাড়ের ঢালে পৌছালে। বরিশালগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক গাড়িটি তেতুলিয়া পরিবহন যার নং- ঢাকা মেট্রো-ব, ১৫-৯৪৯৪। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনায় রয়েছে পুলিশের টিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।