২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালের হিজলার মেঘনায় ডাকাতি পুলিশের অজানা

আপডেট: অক্টোবর ২, ২০২৩

হিজলা প্রতিনিধি :: হিজলার মেঘনায় মাছ ব্যবসায়ীর ট্রলারে ডাকাতি। জেলে ধরে পুলিশের চাঁদাবাজি বানিজ্য। নৌ পুলিশ জানে না।

হিজলার মেঘনায় আহরহ ঘটছে পুলিশের চাঁদাবাজি, নৌ ডাকাতি। এতে দায় নেই কারও। সম্প্রতি হিজলার মেঘনা নদীর বাউশিয়া এলকায় আহরহ ঘটছে ডাকাতি ছিনতাই, চাঁদাবাজি, চুরি। এর কোনটিতেই নেই পুলিশের হস্তক্ষেপ।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে হিজলার মেঘনার বাউশিয়ার বেল্লাল নামের এক মাছ ব্যবসায়ীর ট্রলার লুটকরে মাছ, ২৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাত। একই রাতে ইব্রাহিম নামের এক জেলেকে জিম্মি করে নৌ পুলিশ। ৬ হাজার টাকার বিনিময় ছাড়া পান তিনি।ঐ রাতে দুলালের মাছঘাট এলাকার মেঘনা থেকে অপর এক জেলেকে পুলিশ ধরে এনে টাকার বিনিময় বাউশিয়ার নতুন চরে ছেড়ে দেন পুলিশ। এমন অভিযোগ এলাকার অনেকের।

নাম প্রকাশ না করার শর্তে নতুন চরের একাধিক জেলে জানান, এটা পুলিশের নিত্য দিনের কারবার। বিভিন্ন এলাকা থেকে জেলে, জাল ধরে এনে এই চরে বিক্রি করে পুলিশ। আমরা নদীতে মাছ শিকার করি। সব দেখি বলার কিছু নেই। পরে আমাদেরও একই দশা হবে।

 

এর তিন দিন আগে কোরবানের রাস্তার মাথায় বোম্পাই শহর এলাকা থেকে কার্গো বোর্ড থেকে ২ ব্যরেল ডিজেল ছিনতাই করে ডাকাত নামের ছিনতাইকারি।এ ছাড়া হিজলার মেঘনায় বামনেরচর থেকে পুরাতন হিজলার অংশে চলছে অহরাহ নৌ ডাকাতি। এর কোনটির প্রতি দায় নেই পুলিশ প্রশাসনের।

বেল্লাল বিজয় নিউকে জানান, এ বিষয় কোন অভিযোগ করিনি। অভিযোগ করতে গেলে হিতে বিপরীত। ঝামেলা বাড়বে।

রবিবার রাতে ডিউটিতে থাকা নৌ পুলিশের মাঝি জাকির বিজয় নিউজকে জানান, আমরা সন্ধ্যা রাতেই নদী থেকে উঠে আসি। কে বা কারা এমনটি ঘটিয়েছে তা জানা নেই।

নৌ পুলিশ ফাড়ির মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে ফোন বাজলেও রিসিভ করেননি।

205 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন