২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল উজিরপুরে ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত ২ পুলিশ সদস্য

আপডেট: অক্টোবর ৫, ২০২৩

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ঃ ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে হামলার শিকার হলেন বরিশাল জেলার উজিরপুর মডেল থানার পুলিশ ২ পুলিশ সদস্য । এ ঘটনায় পুলিশের উপর হামলাকারী চম্পা বেগম(৩৫) নামক এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, উজিরপুর বাজারের মাংস বিক্রেতা উপজেলার মুন্ডপাশা গ্রামের বাদশা সরদারের বিরুদ্ধে পিরোজপুরে মহিষ চুরির মালা হলে ওই মামলায় ওয়রেন্ট ভুক্ত আসামী বাদশা সরদারকে গ্রেফতার করতে ৪ অক্টোবার বুধবার দিবাগত রাতে উজিরপুর মডেল থানার এ এস আই হাবিবুর রহমান ও কনেষ্টবল রাসেল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে অভিযান চলালে বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগম তার স্বামীকে পুলিশের হাত থেকে রক্ষা পেতে অর্তকিত ভাবে পুলিশ সদেস্যদের উপর হামলা চালালে এ এস আই হাবিবুর রহমান ও কনেষ্টবল রাসেল গুরুত্বর আহত হলে ওয়রেন্টের আসামী বাদশা সরদার পালিয়ে জেতে সক্ষম হয়। এ ঘটনায় উজিরপুর থানার এ এস আই হাবিবুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে পুলিশ বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগমকে গ্রেপ্তার করেন। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হলে হামলা কারী চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে করে বৃহস্পতিবার আদালতে সেপার্দ করা হয়েছে।

 

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন