২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল হিজলায় টিসিবি র পন্য পাচার করার সময় আটক -২

আপডেট: অক্টোবর ১৭, ২০২৩

  1. হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হতদরিদ্রের মাঝে সরকারের নির্ধারিত পন্য বিক্রি না করে পাচার করছিলো ডিলার শহিদ। এ সময় স্থানীয় জনতা উপজেলা প্রশাসন কে অবহিত করলে দুটি ট্রাক সহ ডিলার শহিদ ও তার ড্রাইভার কে আটক করে হিজলা থানা পুলিশ, একই সাথে দুটি ট্রাক জব্দ করে পুলিশ। হরিনাথপুর ইউ পি সচিব লিমন জানান, তার ইউনিয়নের টি সি বি কালো বাজারে বিক্রির জন্য ট্রাক যোগে বরিশালে নেওয়ার সময়ে গাড়ি দুটি আটক করে তিনি আর ও বলেন,প্রতিবারে ডিলারের ইউনিয়নের ৫ টি স্পটে পন্য বিতরণ করার কথা থাকলে ও প্রতিবার হরিনাথপুর বাজার থেকে ১ ঘন্টায় অল্প কিছু পন্য বিক্রি করে বাকি পন্য সরিয়ে ফেলে। এবার পাচার কালে জনতার সহতায় পুলিশ আটক করে। ইউপি সচিব লিমন বাদী হয়ে ১৬ অক্টোবর হিজলা থানায় একটা মামলা করেন। ও এম এস ডিলার বিপ্লব খন্দকার জানান, তিনি টি সি বি, র পন্য ডিলারকে বুঝিয়ে দিয়েছেন টি সি বি ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে শুনছেন এর বেশি তিনি জানেন না।

হিজলা থানা ওসি মোঃ জুবাইর জানান, দুই জন কে মামলা শেষে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।

162 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন