২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

দুর্নীতিতে ফেঁসে যাচ্ছেন হিজলার ছয়গাঁও দাখিল মাদ্রাসা সুপার

আপডেট: নভেম্বর ১০, ২০২৩

ইসলাম,হিজলা।। দর্নীতি অনিয়মে জেকে রয়েছে হিজলার ছয়গাও দাখিল মাদ্রাসাকে। সুপারের একক ক্ষমতার কাছে জিম্মি শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ কমিটি। এ বিষয় পরিত্রাণ চেয়ে অভিযোগ দায়ের করেছেন কমিটির সভাপতি।

হিজলা উপজেলার ছয়গাও বহুমুখী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকাল ১৯৯৪ সাল। প্রতিষ্ঠাকালিন সুপার মাওলানা শারফুদ্দীন নিজ ক্ষমতাকে কুক্ষিগত করে ২০২৩ সাল পযন্ত প্রতিষ্ঠানটিকে বানিয়েছেন ব্যবসাকেন্দ্র।

শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষকদের টিউশন ফি, মাদ্রাসার ভবন বিক্রি ও সংস্করণের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিষ্ঠান সুপার মাওলানা শারফুদ্দীন। সর্বশেষ মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়েও বানিজ্য সেধেছেন তিনি।এমন অভিযোগ মোঃ এনায়েত সিকদারের।
প্রতিষ্ঠান সভাপতি জানান, ২০১২ সালে একটি অডিট হয় প্রতিষ্ঠানটিতে। সে সময় সুপারের বিরুদ্ধে অনিয়ম অর্থ লোপট চিত্রে ধরা পড়ে আঠারো হাজার তিনশত চুয়াত্তর টাকা, বিগত ২০১৬ সালে টিউশন ফি, র এক লক্ষ ষাট হাজার তিরাশী টাকা আত্বসাত করেন তিনি।

একটি মুছলেকার মাধ্যমে পার পান শারফুদ্দীন, ২০০৭ সালে তার নিয়োগ ও প্রতিষ্ঠানে অনিয়ম বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবর আবেদনের প্রেক্ষিতে শারফুদ্দীনের অনিয়ম ধরা পড়ে তদন্তে। অঞ্জাত কারনে ঐ তদন্ত কমিটির সুপারিশ ২০২৩ সালেও বাস্তবায়ন দেখেনি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও স্থানীয়রা।

বর্তমানে শারফুদ্দীনের বিরুদ্ধে পুনরায় আর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমান প্রতিষ্ঠান সভাপতি মোঃ এনায়েত সিকদার। এর দাবি জেলা প্রশাসক বরিশাল কে ২২/১০/২০২৩ সালে একটি অভিযোগ দায়ের করলেও সেটি আলোর মুখ দেখবে কি না তা নিয়েও সন্ধিহান তিনি

০৪/১০/২০২৩ সালে মাদ্রাসাটির পরিচালনা কমিটি একটি নির্বাচনের মাধ্যমে মোঃ এনায়েত হোসেন সিকদারকে সভাপতি করে। বিষয়টি মেনে নিতে পারছেন না শারফুদ্দীন। তিনি গোপনে অন্যের সাথে আঁতাত করে ঐ কমিটি উধ্বতন কর্তপক্ষকে অবহিত করেননি বলে দাবি মোঃ এনায়েত সিকদারের।
মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন জানান, ০৪/১০/২০২৩ সালে প্রতিষ্ঠানটির নির্বাচিত সদস্য গনের উপস্থিতিতে বিধি মোতাবেক মোঃ এনায়েত হোসেন সিকদার কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
অনুমোধিত কপি প্রতিষ্ঠান সুপার তিন দিনের মধ্যে উধ্বতন কর্তপক্ষকে অবহিত করবেন এর ব্যর্তয় ঘঠলে প্রতিষ্ঠান সুপার দায়ি।
অনন্য অভিযোগ বিষয়ে আমার জানা নেই।
এ বিষয়ে মাওলানা শারফুদ্দীন জানান, তার বিরুদ্ধে যে সব অনিয়ম অভিযোগ করেছেন তা সব মিথ্যা ও বানোয়াট।

338 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন