আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩
বিজয় নিউজ ঃঃ হিজলা ঈগল মার্কার নির্বাচনী ক্যাম্পে হামলা। অফিস ভাঙচুর। আহত ১। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির শান্ত। একজনকে আটক করে পুলিশ। মামলার প্রস্তুতি চলতে বলে জানান পুলিশ।
২৩ ডিসেম্বর শনিবার রাত ৯ টার দিকে উপজেলা সদর টেকের বাজারের ঈগল মার্কার নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। ঈগল মার্কার সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সমর্থিত একটি পক্ষ অতর্কিত হামলা চালায়। এতে অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল সাউন্ড বক্স।
এস আই খলিল জানান উপজেলা সদরে ঈগল মার্কার ক্যাম্পে হামলার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শনে যায়। তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।এখন পরিস্থিতি শান্ত। মামলার প্রক্রিয়া চলছে।
ভাইস চেয়ারম্যান নাজমা জানান,খবর পেয়ে ঘটনা স্থলে আসলে অহিদ সর্দারকে আহত অবস্থায় প্রতিপক্ষ রেখে যান। কে বা কার এমনটি ঘটিয়েছে তা তিনি জানেন না।
অপর একটি সূত্রের দাবি,নিজেদের মধ্যে মাদকের ভাগ বাটোয়ার নিয়ে দ্বন্দ্ব। এটি এখন রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।