মহিলা ডাক্তারকে লাঞ্চিতের অপরাধে বন্দী ড্রাইভার আরিফ।
আপডেট: জানুয়ারি ৮, ২০২৪
মহিলা ডাক্তারকে লাঞ্চিতের অপরাধে বন্দী ড্রাইভার আরিফ।
আপডেট:
সাইফুল ইসলাম ঃঃ হিজলায় মহিলা ডাক্তারকে লাঞ্চিতের অপরাধে বিএম লাইনের ড্রাইভার আরিফ হাওলাদার স্বাস্থ্য কমপ্লেক্সে বন্দী। স্থানীয়রা বলছেন দরদাম চলছে।
হিজলায় আসামি নিয়ে নাটক। তাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকাল থেকে বিকেল পর্যন্ত দেন দরবার করেও সমাধানে আসতে পারেনি কর্তৃপক্ষ।
সূত্রের দাবি বিএম পরিবহনের ড্রাইভার জনৈক মহিলা ডাক্তারকে ইভটিজিং করে। ঘটনা তখন সকাল নয়টা। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটকে রাখে বিকেল পাঁচটা পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাওসার আহমেদ এর মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। হিজলা থানার এসআই সোহরাব হোসেন জানান, ড্রাইভার আরিফ হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাউসার আহমেদ এর হেফাজতে রয়েছে। তারা সমঝোতার চেষ্টা করছে। আইনগত ব্যবস্থা না নিলে আমাদের কিছুই করার নেই।