আপডেট: জানুয়ারি ৯, ২০২৪
সাইফুল ইসলাম : শান্ত হিজলা অশান্ত হয়ে উঠছে হিজলার পল্লীর জনপদ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই তবুও হানাহানির শেষ নেই। নির্বাচনী দিনশেষে ঘটছে একের পর এক অপ্রীতিকর ঘটনা।
হামলা হামলা হানাহানি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এখানকার পাতি নেতারা। সোমবার হরিনাথপুর এলাকায় নিজ দলের হানাহানির শিকার হালিম সরদার এবং রিপন সরদার। উভয় সরকার দলীয় কর্মী। একজনের অবস্থা আশঙ্কাজন। তাৎক্ষণিক তাদেরকে আহত অবস্থায় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়। মঙ্গলবার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের এলাকার লেমুয়াগ্রামের দেলোয়ার হোসেন হাট এলাকার লেমুয়া গ্রামের দেলোয়ার মুন্সি এবং সায়েম রাড়ী আহত হয় হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। দেলোয়ার জানান তিনি নৌকার সমর্থক। তাই তাকে প্রতিপক্ষ হামলা চালিয়ে বিদর্পে চলে যান।
হিজলা থানার ওসি জোবায়ের আহমেদ জানান, রিপন এবং হালিম সরদারের হামলাকারীদের বিরুদ্ধে হিজলা থানায় নিয়মিত মামলা হয়েছে। দেলোয়ার এবং সায়েমের বিষয়টি তাদের জানা নেই। আইনগত সহায়তা চাইলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।