২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত 

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪

বিজয় নিউজঃঃ বরিশালে যাত্রীবাহীবাস জিসান-আরিয়ান পরিবহণ ও সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষে কলাপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল। প্রাথমিক তদন্ত অনুযায়ী গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
আহতরা হলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম ও বাসের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম (২৩)।
ওসি জানান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশ্যে যাচ্ছিল জিসান আরিয়ান পরিবহণের একটি বাস। কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছাকাছি এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হন।
ওসি আরও জানান, আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাস ও জিপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, ক্যাম্পাসে প্রবেশের জন্য রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের শিক্ষার্থী তাবাসসুম। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের মাস্টার্সের ওই ছাত্রী এখন সুস্থ রয়েছে।

62 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন