২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

মঠবাড়িয়া কেন্দ্রীয় মডেল মসজিদে’র উদ্বোধন করা হয়

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪

কাওছার, মঠবাড়িয়াঃঃ পিরোজপুরে’র মঠবাড়িয়া নবনির্মিত কেন্দ্রীয মডেল মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে ২৬ জানুয়ারি রোজ শুক্রবার। পবিত্র জুমার নামায আদায়ে’র মধ্য দিয়ে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।আজ থেকে এ মডেল মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের প্রতিদিনের ইবাদত বন্দেগী সহ নামায আদায় করতে পারবেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা মডেল মসজিদের প্রথম জুমার নামাযে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা মডেল মসজিদ পরিচালনা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান,মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম প্রমুখ।

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন