২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

মঠবাড়িয়ায় ঘর ভাংচুর সহ চলার পথ অবরুদ্ধের অভিযোগ

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪

মঠবাড়িয়া প্রতিনিধিঃঃ ।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের হানিফ হাওলাদারের রান্নাঘর ভাংচুর সহ বাড়ি থেকে চলাচলের রাস্তা কেটে পথ অবরুদ্ধ করে তার আপন ভাই,বোন,ভাইর ছেলে,ভগ্নিপতির বিরুদ্ধে অভিযোগ।উত্তর মিঠাখালী গ্রামের মৃত ইসহাক আলী হাওলাদার এর ৬ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গত ১ মাস পূর্বে মৃত্যুবরণ করেন।বাবার মৃত্যুর প্রায় দেড় বছর পূর্ব থেকে পুত্র হানিফ হাওলাদার বাবার দেয়া ৪ কাঠা জমির উপরে বসত ঘর নির্মান করে স্ত্রী ও ১ মেয়ে নিয়ে বসবাস করে আসছিলেন, গত ৩০ জানুয়ারি ২০২৪ রোজ সোমবার হানিফ মিয়ার আপন ভাই মোস্তফা,বাদশা,বেলাল,জাফর,রুহুল আমীন,বোন আমিনা,ফাতিমা,ভগ্নিপতি নূরুল ইসলাম,ভাইর ছেলে আলামিন,সুমন,বাদল,ভাইর বৌ আকলিম,হাসিনা এরা সকলে সংঘবদ্ধ হয়ে হানিফ মিয়া ও তার স্ত্রী আলো বেগমকে অমানুষিক নির্যাতন করে রান্নাঘর ভাংচুর করে ও বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ কেটে চলাচলের পথ বন্ধ করে দেন এবং ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।অসহায় হানিফ মিয়ার একমাত্র চলচলের পথ ফিরে পেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায়।

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন