২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪

বিজয়  নিউজঃঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়নে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ এমপি। গতকাল রবিবার বিকেলে উপজেলার কাজিরহাট থানার উদয়পুর মুসলিম আকন্দ্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি শীতবস্ত্র বিতরন করেন।

কম্বল বিতরন কালে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিগত দিনে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার নতুন ভবন নির্মাণ, পূল কালভর্ট নির্মান করেছি। আগামীতে বাকি কাজ গুলো আপনাদের সাথে নিয়ে করতে চাই। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই এলাকার উন্নয়ন হয়। মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাই আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলে মিলে কাজ করে যাব।
আওয়ামীলীগ নেতা মেজর (অব:) মহসিন সিকদার এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন