২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

১১ দফা দাবীতে নৌযান শ্রমিকরদের ধর্মঘট

আপডেট: মার্চ ৪, ২০২৪

বিজয় নিউজ:: নাবিক কল্যাণ তহবিলসহ ১১ দফা দাবি আদায় না হলে সারাদেশের সঙ্গে বরিশালেও ধর্মঘটের হুশিয়ারী দিয়েছে সব নৌযান শ্রমিকরা।
সোমবার দুপুরে বরিশাল নৌ টার্মিনালে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে এ হুশিয়ারী দেওয়া হয়। দাবি মেনে না নিলে সোমবার রাত ১২টা থেকে ধর্মঘটের হুশিয়ারী দেন তারা। এরপর নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে দাবি মেনে না নিলে লাগাতার ধর্মঘটের কথা জানান শ্রমিকরা। সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল লঞ্চ লেবার এসোসিয়েশনের সভাপতি মাস্টার আবুল হাসেম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
শ্রমিকরা বলেন, কর্মরতদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানের সিধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি ফান্ড গঠন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারণ করতে হবে। আমাদের ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

56 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন