আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪
বিজয় নিউজঃঃ নগরীর বটতলায় বিএম কলেজ শিক্ষার্থীদের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শেবাচিমে ভর্তি। মোট আহত অন্তত ২৫ ববি শিক্ষার্থী। ববির বাসে শিক্ষার্থীর আসলে ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিএম কলেজ শিক্ষার্থীরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ববি শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে। তারা তিনটি বাসে বটতলা আসার পথে এ ঘটনা ঘটে। ববির একটি বাস ভাংচুর করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা।
সোমবার রাত ১১টায় নগরীর ব্যাস্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া-এর পরিবারের বিরোধীয় বাড়ি দখল করতে হুমকি দেয় সমন্বয়ক বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি, এস এম হাসান রাজু, নাহিদ আলমসহ প্রায় ২০ জন। এমন অভিযোগ ছড়িয়ে পরার পর ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে বিএম কলেজ সমন্বয়ক রাফিকে মারধর করে। সেই ঘটনার পর মঙ্গলবার বিকেলে স্ব স্ব ক্যাম্পাসে মানববন্ধন করে ববি ও বিএম কলেজ শিক্ষার্থীরা। রাতে দুই ববি শিক্ষার্থীকে পেয়ে চাঁদাদাবির অভিযোগে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা তাদের পুলিশে দেয়। এরপর খবর পেয়ে বটতলা পুলিশ ফাড়ি এলাকায় আসতে শুরু কর ববি শিক্ষার্থীরা। এরপরই হামলার ঘটনা ঘটে।