২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল বিশ্ববিদ্যালয় ও  বিএম কলেজের সাথে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সমঝোতা

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪

বিজয় নিউজঃঃবরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিএম কলেজের সাথে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সমঝোতা হওয়ায় প্রশংসায় ভাসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন। গত ২ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার ব্রত নিয়ে সামগ্রিক একাডেমিক কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পরদিনই বরিশাল নগরীতে একটি জমি- জমা ও বাসের এক শ্রমিকের নিকট থেকে মুচলেকার অর্থ আদায় করা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএম কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গোলযোগ হয়। এতে দুপক্ষের গাড়ি ভাংচুর সহ বহু ছাত্র আহত হয়ে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি রয়েছেন। উক্ত ঘটনায় বিএম কলেজের অভ্যন্তরে ছাত্রদের জিম্মায় ৬ শিক্ষার্থী আটক থাকায় তা দ্রুত নিরসনকল্পে বুধবার বিএম কলেজের কতৃপক্ষ ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কতিপয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপস্তিতিতে শিক্ষার্থীদের নিয়ে সমঝোতা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে উক্ত ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। আর এতে করেই উভয় শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের প্রশংসায় প্রশংসিত হোন। এছাড়াও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রেক্ষাপটে ৪ বার রেজিস্টার ও একইসাথে ডিন, কলা ও মানবিক অনুষদ, পরিচালক আইকিউএসি, চেয়ারম্যান, ইংরেজি বিভাগের দায়িত্ব পালন করেছেন। নীপিড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে সমমনা শিক্ষকদের সাথে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

251 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন