আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪
খবর বিজ্ঞপ্তি ঃঃ বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ নগরীর ফারিয়া কমিউনিটি সেন্টারে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চর পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।
আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আমরা গত ১৬ বছর কোন কথা বলতে পারিনি, আমাদের উপর চলেছে ইতিহাসের নিকৃষ্টতম জুলুম নির্যাতন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলন করেও এই সরকারের দমন পিরনের জন্য সফল হতে পারেনি। আমরা চেয়েছি সরকার পরিবর্তন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন,সরকার যে সীমাহীন জুলুম নির্যাতন করেছে সেখানে শুধু পতন ঘটলেই হবে না,শিক্ষার্থীদের তুমুল আন্দোলন ও রাজনৈতিক দলসমুহের সমর্থনে এই সরকার বিরোধী আন্দোলনে শুধু সরকারের পতন হয়নি তারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা এক সময় হুংকার দিত আমাদেরকে এই দেশের থাকতে দিবে না তারা আজ কোথায় আছে আমরা তো জানি না। যুগে যুগে আল্লাহ তাআলা জালিমদেরকে এভাবেই অপমানিত করেন আর মুসলিমদেরকে সহযোগিতা করেন এজন্য দরকার একাগ্রতার সাথে খালেস ভাবে আল্লাহর বাণী বুলন্দ করা। আমিরে জামায়াতের নির্দেশে সম্মানিত সেক্রেটারি জেনারেলসহ আমরা বরিশাল অঞ্চলের সকল শহীদ পরিবারের সাথে যোগাযোগ করছি এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। এই শহীদরা যে স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করছে সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়েত ইসলামী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। নবগঠিত সরকার এক মাস সময় পার করছে আমরা আশা করি এই সরকার দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে এটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবে।
সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, আজ এক ঐতিহাসিক দিন দীর্ঘ একটি সময় পড়ে আমরা আজকের এই ইউনিট দায়িত্বশীল সম্মেলন করলাম। আমাদেরকে এরকম কোন প্রোগ্রাম বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়নি, ইফতার মাহফিলের মত ধর্মীয় প্রোগ্রাম থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে ইফতার সামনে থাকার পরেও আমরা গ্রহণ করতে পারিনি। আমাদের এই আন্দোলনের রাহাবার বৃন্দদের একের পর এক হত্যা করা হয়েছে জানাযা পড়তে সুযোগ দেওয়া হয়নি আমরা গোপনে জানাযা আদায় করে তাদের জন্য দোয়া করতে বাধ্য হয়েছি। আমরা এমন অন্ধকার যুগে আর ফিরে যেতে চাই না, জামায়েত ইসলামী জনগণের সংগঠন জনগণের মধ্যেই আমাদের কাজ কিন্তু আমরা আমাদের কাজ আঞ্জাম দিতে গিয়ে নানা ধরনের বাধা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আল্লাহর শুকরিয়া আমরা সকল অবস্থার মধ্যেও আমাদের কাজ সাধ্যমত বাস্তবায়ন করেছি যার বাস্তব প্রমাণ এদেশের জনগণ।