২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালের বিনোদনকেন্দ্র হিরন স্কয়ার দখল

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪

বিজয় নিউজঃঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মালিকানাধীন বিনোদনকেন্দ্র হিরন স্কয়ার ব্যক্তিমালিকাধীন সম্পত্তি দাবি করে দখল করেছে ৫ ব্যক্তি। শুক্রবার দুপুরে ফাঁকা বিবির পুকুর পাড়ে এ পার্কের গেটে সম্পত্তির মালিক দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতের কোন এক সময়ে পার্কের পুরাতন গেট ভেঙে নতুন গেট স্থাপন করা হয়েছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। তবে দখলদারদের একজন দাবি করেছেন, এই সম্পত্তি তাদের তা বিসিসি কর্তৃপক্ষও স্বীকার করেছে। এতোদিন দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা এ সম্পত্তি বিসিসির নামে দখল করে রেখেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের এই পার্কের গেট প্রথমে ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। তারপর দুপুরেযখন নগরী প্রায় ফাঁকা ছিলো তখন ৫-৭ জন ব্যক্তি গেটে তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়দেব চন্দ্র দে বলেন, এ বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট দপ্তর থেকেও কিছু জানানো হয়নি বলে জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিষয়টি মাত্র অবগত হলাম। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অংশিদারদের একজন প্রীতম মুখার্জী বলেন, হাইকোর্ট বলছে এই জমি সিটি করপোরেশন ও জেলা প্রশাসক ভোগ দখল করতে পারবে না। আমাদের জমি বিসিসি দখল করেনি। বিসিসির নাম করে দখল করেছে তৎকালীন দায়িত্বপালন করা আওয়ামী লীগের নেতারা। বিসিসি কর্তৃপক্ষও স্বীকার করেছে এই জমি আমাদের। এমন সব কাগজপত্র আছে। তাই আমরা জমি দখলে নিয়েছি।
প্রীতম মুখার্জী আরও বলেন, ২০১১ সালে তৎকালীন প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন ক্ষমতায় থাকাকালে এই জমিতে হাসপাতাল নির্মাণ করতে চায়। কিন্তু জমির মালিক আমার বাবা গৌতম মুখার্জীসহ অন্যান্য অংশিদাররা জমি বিক্রি করতে চায়নি। তাই ২০১২ সালের প্রথম দিকে হঠাৎ একদিন বালি ফেলে দখলে নিয়ে বিসিসির নাম ব্যবহার করে পার্ক নির্মাণ করা হয়। আমার জমিতে কেউ যাতে কোন নির্মাণ কাজ করতে না পারে হাইকোর্টের এমন নিষেধাজ্ঞা আছে। যা অমান্য করা হয়েছে।##

128 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন