আপডেট: অক্টোবর ২১, ২০২৪
স্টাফ রিপোর্টার ঃঃ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল কমিশন ও নিয়োগ বাণিজ্যের মুল হোতা ওয়ার্ড মাস্টার মোঃ আবুল কালাম আজাদ, অফিস সহায়ক মোঃ রুহুল আমিন লিখন, মোঃ তরিকুল ইসলাম সোহাগকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মচারীরা। সকালে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে সমাবেশ শেষে ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান বরাবর উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরে আবেদন জানান। এ সময় হাসপাতালটির পরিচালকের দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে তারা তদন্ত সাপেক্ষে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে।