২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় বাশে ঝুলন্ত কিশোরের লাশ? নানা প্রশ্ন

আপডেট: নভেম্বর ১৩, ২০২৪

মারুফ হাওলাদার :: হিজলার উত্তর গুয়াবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম মাল মা রুমা বেগম দম্পতির  ছেলে জোনায়েদ মাল বাশের আড়ায় রশি বেঁধে আত্মহত্যা করে। তিনি ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের দাবি এটি আত্মহত্যা নয় হত্যা। মা বাবার দাবী পুত্রকে হত্যা করা হয়েছে। চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন পারিবারিক কলহ এ হত্যার রহস্য।

মৃতের মা রুমা বেগম জানান, তার ছেলে মঙ্গলবার রাত ৯ টায় ঘর থেকে ভাত খেয়ে বাহিরে যায়। কিছুক্ষণ পরেই তার ছেলের ঝুলন্ত লাশ উঠুনের পাশে বারান্দার একটি বাসের সাথে ঝুলছিল। বাবা নজরুল মাল একটি এনজিওতে কাজ করেন। ছেলের আত্মহত্যার খবর শুনে বাড়ি আসেন। রাত ১১ টার দিকে হিজলা থানার অফিসার ইনচার্জ  আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে থানায় চলে যান। পুত্র হত্যায় মামলা করবে কিনা এমন প্রশ্নে দ্বিধা দ্বন্দ্বে ওই পরিবার।
স্থানীয় শত শত লোকের আক্ষেপ, এভাবে আত্মহত্যা সম্ভব নয়। গলায় গামছা, হাটু মাটিতে, তবুও ধুছে মৃতের দেহ।  ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের ভূমিকা রাখার দাবি তুলছেন তারা।

293 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন