২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় বালু উত্তোলনের লোড আনলোড ড্রেজার আটক

আপডেট: নভেম্বর ২৩, ২০২৪

মো: মারুফ :: হিজলার মেঘনা থেকে শনিবার খুব ভোরে সহকারি কমিশনার (ভূমি), নৌ ওসি হিজলা থানা, মায়ের দোয়া নামক লোড আনলোডটি আটক করে।
সূত্র জানায় দীর্ঘদিন হিজলার মেঘনা  নদীতে নদীতে বেপরোয়া ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। প্রশাসন বারবার এদের নিভৃত করার চেষ্টা করেও ব্যর্থ। ইতোমধ্যে বালু  উত্তোলনের কারণে গত সপ্তাহে ২ লক্ষ টাকা জরিমানা মাধ্যমে একটি ড্রেজার ছেড়ে দেয় হিজলা উপজেলা  প্রশাসন। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাইপ ভাঙচুর, জরিমান কোনোটি দমিয়ে রাখতে পারেনি বালি ফেকর দলকে। একটি দলের নাম ভাঙ্গিয়ে দেদারসে বালি উত্তোলন করে চলছে বালি খেকোর দল ।
এ বিষয়ে সাবেক হিজলা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মারুফ হাওলাদার জানান, কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে বালু সিন্ডিকেট। এতে বদনাম হচ্ছে বিএনপি’র। এটা কোনমতেই মেনে নেয়া যায় না।
বারবার অবৈধ বালি উত্তোলনের কারণে ভাঙছে উপজেলার বিস্তীর্ণ জনপদ। ঘর হারা, বাড়ি হারা হচ্ছে শত শত পরিবার। ভাঙ্গন রোদে সরকার হিজলা রক্ষা বাদ চালু রেখেছে। বালু খেকোদের অবৈধ, অপরিকল্পিত বালি উত্তোলনের কারণে নদীর দুকুল মেঘনায় হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকারের শুভদৃষ্টি কামনা করছেন স্থানীয় ভুক্তভোগীরা।
নৌ পুলিশ ইনচার্জ জোবায়ের জানান, অবৈধ আনলোড আটকরা হয়েছে। পুলিশ ফাঁড়িতে রক্ষিত আছে। প্রশাসন যে ব্যবস্থা নেবেন তা হবে।
সরকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাবেক জানান, শনিবার খুব ভোরে মেঘনা থেকে লোড আনলোডটি আটক করা হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা।
স্থানীয় সুধী সমাজ ড্রেজার আটোকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

264 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন