২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

স্বামীর হাতে স্ত্রী খুন -স্বামী মেহেন্দিগঞ্জ থানায়, স্ত্রীর দেহ হিজলা থানায়

আপডেট: নভেম্বর ২৫, ২০২৪

বিজয় নিউজ :: স্বামীর হাতে স্ত্রী খুন। জনতার হাতে ধরা। পুলিশের সোপর্দ। স্বামী মেহেন্দিগঞ্জ থানায় স্ত্রীর লাশ হিজলা থানায়।
রবিবার দিবাগত রাতে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া আস্রায়ন কেন্দ্র মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার মাগরিবের নামাজের সময় সবুজবাগা এবং স্ত্রী শিউলি বেগম বাড়ির বাহিরে যান। এ ফাঁকে সুরভীর স্বামী পারভেজ তাকে হত্যা করে পালিয়ে যায়। পারভেজকে উলানিয়া নামক স্থান থেকে আটক করে জনতা।
পালপাড়া ৮ নং ওয়ার্ডের সবুজ বাগার কন্যা সুরভী (১৮) এর সাথে বিয়ে হয় ইউসুফ চৌকিদারের পুত্র পারভেজের সাথে। পারিবারিক বিরোধের জের ধরে রবিবার রাতে শশুরালায়  আশ্রয়নের ঘরে স্ত্রী সুরভীকে হত্যা করে স্বামী পারভেজ পালিয়ে যায়। মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকা থেকে জনতা পারভেজকে উত্তম মাধ্যম দিয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। সোমবার দিবাগত রাতে হিজলা থানা পুলিশ পালপাড়া সরকারি আশ্রয় প্রকল্পের ঘর থেকে মৃত সুরভীর লাশ হিজলা থানা পুলিশ নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হিজলা থানায় রাখা হয়েছে।
ওসি ইজলা থানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া ধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

182 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন