আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪
স্টাফ রিপোর্টার ঃঃনগরীতে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বুধবার সন্ধ্যার পরে মহানগরের ১৩ নং ওয়ার্ডের সিএন্ডবি রোড থেকে শুরু করে সিএন্ডবি ১ নং পোল এলাকা ঘুরে আমতলা মোড়ের বিজয় বিহঙ্গ হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বরিশাল জেলা দক্ষিণ এর সভাপতি জসিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার হাওলাদার এবং মহানগর এর সভাপতি রাসেদ খান তুহিন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মামুন এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে হাজী শাহজালাল, ইকবাল গাজী, মোঃ মিরাজ তালুকদার, চান মিয়া,আঃ সালাম,গোলাম মাহবুব রেজা খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। বক্তারা ১৩ নং ওয়ার্ডে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার আহবান জানান।