আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫
স্টফ রিপোর্টার ঃঃবরিশালের মুলাদীতে রাজনৈতিক প্রতিপক্ষকে কুপিয়ে ও হাতুরি পেটা করে জখম করে পা থেতলে দিয়েছে উপজেলা বিএনপি’র একাংশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকালেখা ইউনিয়নের শোলঘড় নতুন চর এলাকায় মঙ্গলবার দুপুরে।
আহত শ্রমিক দল নেতার ভাই মো: টিপু খান জানান, মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়ত উল্লাহ তার প্রতি পক্ষ গ্রুপের শ্রমিক দলের ইউনিয়ন যুগ্ম সম্পাদক নজরুল ইসলামকে পূর্বে থেকেই হুমকি ধমকি দিয়ে আসছিলো। মঙ্গলবার নজরুল ইসলাম চরকালেখা শোলঘড় নতুন চরে নিজ বাড়ী থেকে বেড় হতেই পূর্ব থেকে ওৎপেতে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়ত উল্লাহর গ্রুপের বিএনপি পরিচয় ধারী সাবেক জাপার ইউনিয়ন সহসভাপতি নুরুল হক খান, সেক্রেটারি বাচ্চু খান, আওয়ামী লীগ নেতা লালন খান, জেলাল খান, কাইউম খান, কালাম খান, কালু মুন্সি, আরিফ ও ইউসুফসহ ১৫ থেকে২০ জন অতর্কিত হামলা করে। হামলা কারীরা শ্রমিক দলের ইউনিয়ন যুগ্ম সম্পাদক নজরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে শরিরের বিভিন্ন স্থানে জখম করে। এতে নজরুল ইসলাম এর বাম পা থেতলে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা শরিয়ত উল্লাহর বিরুদ্ধাচারন করলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে সটকে পরে। পরে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রধমে মুলাদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান, বিএনপির সাবেক আহ্বায়ক শরিয়ত উল্লাহ এলাকায় ফ্যাসিস্ট জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের সেল্টার দিয়ে তাদের মাধ্যমে তার প্রতিপক্ষকে দমনে হামলা ও লুট পাটের রাজত্ব কায়েম করেছে।
এদিকে আহত শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম এর উপর হামলা ও পা থেতলে দেওয়ার ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মুলাদী থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহনের আদেশ প্রদান করেন। ###