আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৫
স্টাফ রিপোর্টার :: বরিশালে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরীর ১০ টি স্পটে ট্রাক সেল এর মাধ্যমে পন্য বিক্রি করছে ডিলাররা।
এদিকে নগরীর ১০টি স্পটে ট্রাক সেল শুরুর পর দরিদ্র মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। দীর্ঘ সারিতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ন্যায্যমুল্যে পন্য পেয়ে উচ্ছসিত।
সোমবার সকাল ১০ টা থেকে বরিশাল নগরীর সিটি কর্পোরেশন এর সামনে, মরকখোলার পূল, জানুকিসিংহ রোড, হাউজিং মাঠ কাউনিয়া, টিভির মাঠ, পলাপুর আশা অফিসের সামনে, গগন গলির মোড়, সেকশন মাঠ, পীরসাহেব মসজিদ এর সামনে, শিশু পার্কের সামনে।
বিপত্তি দেখাদেয় দীর্ঘ লাইনে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষ গুলোর অর্ধেকেও যখন পন্য না পেয়ে শুন্য হাতে ফিরতে হয় তখন।
ক্রেতারা জানান, সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত লাইনে দাড়িয়ে থাকার পর দখি পন্য নেই। তখন শুন্য হাতে ফিরতে হয়েছে।
বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা রাশিদা বেগম জানান, সকাল ৯ টায় এসে লাইনে দাঁড়িয়ে ১ টায় গিয়ে দেখি পন্য নেই। ডিলার জানান পন্য শেষ আপনারা চলে জান। এখন আমরা কোথায় গেলে পন্য পাবো তার কোন সদুত্তর দেয়নি ডিলাররা।
নগর ভবনের সামনের ডিলার মেসার্স ভাই ভাই স্টোর এর মালিক মো: আবুল কালাম আকন বলেন, আমাদের ট্রাক সেলে বিক্রির জন্য মাত্র ২০০ প্যাকেজ দেওয়া হয়েছে। তার অনুকূলে লাইনে দাঁড়িয়ে ছিলো হাজারের বেশি ক্রেতা। আমাদের করার কিছুই ছিলোনা।
একই অবস্থা বরিশাল নগরীর ১০ স্পটের ট্রাক সেলের বিক্রয় স্পটের।
এবিষয়ে আলাপকালে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের প্রধান শতদল মন্ডল বলেন, দেশের সকল নগরীর মতই বরিশালে ট্রাকসেলে টিসিবির পন্য সামগ্রি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে। আজ যারা লাইনে দাঁড়িয়ে পন্য পায় নায় কাল তারা পাবে। ডিলারদের এক দিনের জনয় ২০০ প্যাকেজ করে পন্য বিক্রির জন্য দেয়া হয়েছে। এটা নিয়ম মেনেই হয়েছে। ###