আপডেট: জুলাই ৪, ২০২৫
স্টাফ রিপোর্টার ঃঃ দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন দলীয় পদ-পদবী স্থগিত থাকা বিএনপি’র সাবেক এমপি বিলকিস জাহান শিরিন। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোতয়ালী আমলী আদালতে মামলাটি করেন তিনি। প্রকাশিত সংবাদের কারনে ৫ কোটি টাকার মানহানী হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন শিরিন। গত বছরের ১১ আগষ্ট সংবাদটি প্রকাশ করে যুগান্তর। সেখানে বরিশাল নগরীর কয়েক শ’ বছরের পুরোনো ও সাধারন মানুষের ব্যবহারের একটি পুকুর রাতের অন্ধকারে ভরাট করে দখল চেষ্টার ঘটনা তুলে ধরা হয়। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট পতনের পর দেশ জুড়ে চলা অরাজক পরিস্থিতির মধ্যে পুকুরটির তিন চতুর্থাংশ ভরাট করে ফেলেন শিরিন ও তার পরিবার। এক্ষেত্রে পুকুর জলাশয় সংরক্ষন আইন-ও অমান্য করা হয়। সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে শিরিনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সকল পদ-পদবী স্থগিত করে বিএনপি। একইসাথে দলীয় কর্মকান্ডে অংশগ্রহনেও নিষেধাজ্ঞা দেয় দল।
বৃহস্পতিবার দায়ের করা ওই মামলায় প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবী করেন শিরিন। সংশ্লিষ্ট পুকুরটি তার বাপ-দাদা’র সম্পত্তি উল্লেখ করে দখলের কোন চেষ্টা হয়নি দাবী করেন তিনি। প্রাথমিক শুনানী শেষে মামলার একমাত্র আসামী আকতার ফারুক শাহিনকে আগামী ১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। দায়ের হওয়া মামলা সর্ম্পকে আকতার ফারুক শাহিন বলেন, ‘আলোচ্য পুকুরটি কয়েক শ’ বছরের পুরোনো। সকল দলিল দস্তাবেজে সেটি জনগনের ব্যাবহারের জন্য উন্মুক্ত জলাশয় বলে উল্লেখ রয়েছে। পুকুর-জলাশয় ভরাট প্রশ্নে সরকারের সুনির্দিষ্ট আইন অনুসরনের বাধ্যবাধকতা রয়েছে। তা না মেনে দখলের উদ্দেশ্যে রাতের অন্ধকারে সেটি ভরাট করা হচ্ছিল। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর শিরিনসহ তার পরিবারের সদস্যদের একাধিকবার নোটিশ দিয়েছে। এলাকাবাসীও তাদের বিরুদ্ধে নগর ভবনসহ বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করেছে। পুকুর ভরাট বন্ধে নগর ভবন সেখানে নোটিশ সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়েছিল। ৫ আগর্ষ্টে পর সেই সাইন বোর্ড উপড়ে ফেলে ভরাট করে পুকুর দখলের কার্যক্রম চালানো হয়। তাছাড়া পুকুরটির মালিকানা সংক্রান্ত দলীলেও জটিলতা রয়েছে। তিনি (শিরিন) যেহেতু মামলা করেছেন তাই আইনগত ভাবেই এর মোকাবেলা করা হবে।’
এদিকে একজন পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশালের বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন। বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারন সম্পাদক এস এম জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ‘হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সংবাদ প্রকাশের ১১ মাস পর এই মামলা করেছেন বিলকিস জাহান শিরিন। এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্বাধীন গনমাধ্যমের প্রতি হুমকি। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে রাজপথের কঠোর আন্দোলনে নামবেন সংবাদকর্মীরা।’ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, ‘প্রেস কাউন্সিল থাকতে ফৌজদারী আইনে মামলা দায়ের করে বিএনপি নেত্রী শিরিন বুঝিয়ে দিয়েছেন যে এখনো তারা গনমাধ্যমকে নিয়ন্ত্রন করার স্বপ্ন দেখেন।’ বরিশাল রির্পোটার্স ইউনিটির সভাপতি অনিসুর রহমান স্বপন এবং সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘জুলাই বিপ্লবের পর সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।’ বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারন সম্পাদক শাহিন হাসান বলেন, ‘অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কলম ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবে সংবাদকর্মীরা।’ এছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জী, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবির, বরিশাল ইলেকট্রনিকস্ মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিমজা) সভাপতি মুরাদ আহম্মেদ এবং সাধারন সম্পাদক কাওসার হোসেনসহ আরো বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন। ##