৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটিকে দায়িত্বভার হস্তান্তর

আপডেট: জুলাই ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক -ঃঃ বরিশালের সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বরিশাল নগরীর একটি আভিজাত রেস্টুরেন্টে এই দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী, বর্তমান সহ-সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের সময়ের এম জহির, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সুপ্রভাত ঢাকার ব্যুরো প্রধান এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ দীপ্ত টিভি মর্তুজা জুয়েল, দপ্তর সম্পাদক দৈনিক জনকণ্ঠের খোকন আহমেদ হীরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, প্রচার সম্পাদক বিজয় টিভির আরিফুর রহমান, দৈনিক বণিক বার্তার এম মিরাজ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের আযাদ আলাঊদ্দিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর, দৈনিক যুগান্তরের মোঃ নাসির উদ্দিন সহ নতুন ও পুরাতন কমিটির নেতৃবৃন্দরা। বক্তব্যে দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আযাদ আলাঊদ্দিন বলেন, সাংবাদিক ফোরাম একটি পেশাদার সংগঠন।সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে সংগঠনের বিকল্প নেই। সংগঠনটি নতুন হলেও এটি ইতিমধ্যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এটি এখন সর্ব মহলে আলোচিত সংগঠন। নতুন একটি সংগঠনের এটাই সার্থকতা। সংগঠনের ফান্ড গঠন করে সংগঠনের সদস্যদের বিপদে-আপদে আর্থিক সহায়তা করার মত ফান্ড গঠনের পরামর্শ দিয়ে সকল সদস্যদের একে অপরের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখেন তিনি। তিনি বলেন, সাংবাদিক ফোরাম প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে পূর্বের অভিষেক অনুষ্ঠানে যেভাবে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে তাদের নিরপেক্ষতা বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করেছিল আগামীতেও তেমন নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে যাবে। বিদায়ী সভাপতি দৈনিক সমকালের সুমন চৌধুরী বলেন, আমাদের সংগঠন ইতিমধ্যে আলোচনায় রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সংগঠনকে গতিশীল করার জন্য। আমাদের সময়কালের সকল প্রকার ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি। নবগঠিত কমিটির সভাপতি নিকুঞ্জ বলা পলাশ বলেন, সংগঠন শুধু সভাপতি, সাধারণ সম্পাদকের চেষ্টায় সামনে এগিয়ে নেয়া সম্ভব না। সকলের সমন্বয়ে একটু সংগঠন সামনের দিকে অগ্রসর হয়। সংগঠনকে আগামী এক বছরের মধ্যে আর্থিকভাবে সফল করার ঘোষনাও দেন তিনি।

110 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন