২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলা দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, একজনের মৃত্যু

আপডেট: জুলাই ১০, ২০২৫

বিজয় নিউজ  ::  ১০ জুলাই  দেশব্যাপী এসএসসি পরীক্ষার ফল খারাপ হয়। হিজলায় এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে দুইজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। এরমধ্যে একজন মৃত্যুবরণ করেন অন্যজন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে।
হিজলায় অর্পিতা মাতাব্বর (১৭) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা। তিনি বিসিডি স্কুলের ছাত্রী। তার মরদেহ হিজলা থানা পুলিশ বরিশাল মরগে প্রেরণ করেছে।
অর্পিতা বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের  এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। অর্পিতা খুন্না গোবিন্দপুর’ বাস্তহারা)  এলাকার অমল মাতাব্বরের কন্যা।

অন্যজন মুর্সিদা আক্তার ইমা (১৬) পিতা মোসারেফ বিশ্বাস গুয়াবারীয়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার অবস্থার অবনতি দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তারা দুজনেই এসএসসি পরীক্ষায় ফেল করেন।

711 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন