২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে দুই কর্মকর্তার ছাদ বাগান হতে পারে মডেল 

আপডেট: আগস্ট ৪, ২০২৫

 

সাইফুল ইসলাম  ::  কৃষক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রশিদ আকন ও সোনালী ব্যাংকের ম্যানেজার হাজী সুলতান মিয়া। তারা দুজনে অবসরপ্রাপ্ত। অবসর সময় কাটাতে তৈরি করেছেন কাশীপুরে ছাদ বাগান।

বরিশাল সদর কাশিপুর স্কুল এন্ড কলেজের সামনে চার তলা ভবনের মালিক হাজী সুলতান মিয়া। ওই বাসায় ভাড়া থাকেন আব্দুর রশিদ আকন। দুজনে পরিচয় থেকে ছাদ বাগান। বিল্ডিং এর ছাদের পাঁচ শতাংশ জমির পুরোটাই তৈরি করেছেন ফল এবং সবজির আবাদ। সারিবদ্ধ ড্রাম, বস্তা এবং চারিতে মাটি তুলে তৈরি করেন বেড। শুরুতে শাকসবজি থাকলেও এখন ছাদে রয়েছে বাহারি ফসল।

বরিশাল সদরের কাশিপুর স্কুল এন্ড কলেজের সামনে সারিবদ্ধভাবে ইট পাথরের দালান। কোথাও ফাঁকা জায়গা নেই। শখের বসে তিন বছর আগে তৈরি করেন বাগান। এ বাগান থেকে বিল্ডিং এর সকল পরিবারের সবজির চাহিদা মিলে এখান থেকে। গাছে দুলছে ধুন্দুল, চিচিঙ্গা, জালি কুমড়া, লাউ, আছে বেগুন, ঢেঁড়স সহ বাহারি ফসল। এ যেন আকাশে এক সবুজের ছায়া। সকাল, বিকাল এখানেই সময় কাটে কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ আকন, ব্যাংক কর্মকর্তা হাজী সুলতান মিয়া, আব্দুর রশিদের কন্যা রাজিয়া বেগম রিনা এবং নাতনি বিএড চতুর্থ বর্ষের ছাত্রী সায়মা আক্তারের। ফসল পরিচর্যা, ফসল তোলা দুটো কাজই রাজিয়া এবং কন্যা সায়মা আক্তার দেখাশোনা করেন।

কৃষি কর্মকর্তা রশিদ এখন জানান, বর্তমানে ছাদে রয়েছে আখ, ড্রাগন, সৌদি খেজুর, আঙ্গুর সহ নানা ফসল।

সৌদি খেজুর গাছটিতে ইতোমধ্যে ছরি ধরেছে। তবে ফলটি টিকছে না। কৃষি দপ্তরের সহযোগিতা পেলে হয়তোবা ভালো হতো।

অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণকর্মকর্তা জানান, বরিশাল জেলা সদরে বিপুল পরিমাণ বিল্ডিং রয়েছে। এর পুরোটাই ফাকা। কৃষি অধিদপ্তর একটু ভূমিকা রাখলে এটি হতে পারে আকাশে কৃষির মেলা। পতিত জায়গায় হতে পারে সবুজের সমারাহ। আর সেই সাথে মানুষের প্রতিদিনকার খাদ্য তালিকায় আসতে পারে নানা ধরনের তরতাজা সবজি, ফুল, ফল।

 

280 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন