আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫
হিজলা প্রতিনিধি ঃঃ বরিশালের হিজলায় শাকিল (২৩) নামের এক যুবকের বন্ধ ঘরে লাশের সন্ধান মিলেছে। লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ। জানা গেছে ওই যুবকের নাম শাকিল।
পাশ্ববর্তী বাড়ির নুরজাহান নামের এক মহিলা প্রথমে লাশের গন্ধ পেয়ে দরজা ঢাক্কা দেয় এবং বুলন্ত লাশ দেখতে পায়। শাকিল গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত ফরিদ খান এর ছেলে এবং গুয়াবাড়িয়া গ্রামের আয়নাল সিকদারের নাতি। শাকিল বেশ কিছু দিন যাবত তার নানা বাড়ি থাকত।
পারিবারিক সূত্রে যানাগেছে শাকিলের নানা ও নানু ২৮ আগষ্ট বৃহস্পতিবার ঢাকায় চলে যায়। শাকিল নানার বাড়ির ঘরে একাই ছিল। শাকিলের খালা ৩ দিন আগে তাকে ভাত খাইয়ে গেছে, এরপরে কোন খবর নেননি । শাকিলে মা তার দ্বিতীয় স্বামীর সাথে মাদারীপুর থাকে। ধারনা করা হচ্ছে ৩ দিন পূর্বেই তার মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায় সে মাদকাসক্ত ছিল। স্থানীয় একাধিক ব্যক্তি তার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছে।
ওসি হিজলা থানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সেরা তীনে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।