৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

চট্টগ্রাম এর সন্দ্বীপে নৌ-ডাকাতি মামলার অন্যতম আসামি গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫

সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলবর্তী গভীর সমুদ্রে সংঘটিত নৌ-ডাকাতির মামলায় পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত ডাকাত। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুমন (৩৫), পিতা— আবু সুফিয়ান, সাং— মাইটভাঙ্গা, ১ নম্বর ওয়ার্ড, থানা— সন্দ্বীপ, জেলা— চট্টগ্রাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৫ তারিখ ভোররাতে আনুমানিক ৪টার দিকে সন্দ্বীপ থানাধীন গভীর সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ নৌ-ডাকাতি সংঘটিত হয়। ঘটনাস্থলে অস্ত্রের মুখে জেলেদের কাছ থেকে মালামাল লুট করে একটি সংঘবদ্ধ ডাকাতদল। এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সুমন দীর্ঘদিন ধরে জলদস্যু কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল এবং সাম্প্রতিক ডাকাতির ঘটনাতেও সে সরাসরি অংশ নেয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৌপথে নিরাপত্তা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জলদস্যুতা দমনে পুলিশ সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছে।”

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন