৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ইউএনওর সভাকক্ষে ওসির উপস্থিতে হামলা জানেন না প্রশাসন

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃঃ ঝালকাঠির নলছিটি ইউএনও সভাকক্ষে চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে বিএনপির লোকজন । নলছিটি থানার ওসির উপস্থিতিতেই চেয়ারম্যানকে মারপিট করা হলেও মূখ বন্ধ ছিলো পুলিশের । ঝালকাটি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, আমি কিছুই জানিনা ইউএনও বলতে পারে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ঝালকাটি । নলছিটি ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, আমি কিছুই জানিনা । নলছিটি থানার ওসি আঃ সালামকে একাধিকবার ফোন করা হলেও এ রিপোর্ট লেখা পর্যান্ত তিনি ফোনটি রিসি করেননি । জানা গেছে, দপদপিয়া ইউনিয়নের বিএনপির আহবায়ক মোঃ নান্টু মল্লিকের নের্তৃত্বে ৩০/৩৫ জনের একটি দল ইউএনওর হল রুম(সভাকক্ষ) থেকে ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুল মৃধাকে টেনে হেচরে নামিয়ে এলোপাতারি মারপিট করা হয়েছে । বাবুল মৃধা বলেন, সেখানে আমি ইউএনও সভায় আমাকে চিঠি করে দাওয়াত দিলে আমি সভায় উপস্থিত হয়ে খাতায় স্বাক্ষর করে সভাকক্ষেই ছিলাম । সেখান থেকে আমাকে নান্টু মল্লিক, শ্রমিক দলের দপদপিয়া ইউনিয়ন সভাপতি নান্টু ধুরানী, দপদপিয়া ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি ইকবাল মল্লিক, দপদপিয়া ইউনিয়ন শ্রমিক দল সেক্রেটারী ইউনুছ হাওলাদার, নাছির সিকদার, হানিফসহ ৩০/৩৫ জন সাঙ্গপাঙ্গরা মিলে এ হামলা চালায় । নলছিটি উপজেলায় শতভাগ জম্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচী সম্পর্কিত কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরন সভায় উপস্থিত হলে এ হামলার ঘটনা সংঘঠিত হয়েছে । এঘনায় মামলার প্রস্তুতি চলছে ।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন