৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে  আদালতের নির্দেশ উপেক্ষা করে বিরোধীয় জমির ঘরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এর নেতৃত্বে জোর পূর্বক ঘর দখল 

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫

মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে বিরোধীয় জমির ঘরে মুলাদী উপজেলা ছাত্র দল সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল হোসেন সরদারের নেতৃত্বে জোর পূবক তালা ভেঙে প্রবেশের ঘটনা ঘটেছে, মুলাদী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন । ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ণগর গ্রামের ৮ নং ওয়াডে স্থানীয় আঃ মজিদ ফকিরের প্রবাসী পুত্র কামাল হোসেন পিন্টু প্রবাস থেকে ফিরে ২০২০ সালে দুরারোগ্য ব্যাধিতে মারা যায় , কামালের স্ত্রী কাকলি বেগম দীর্ঘদিন থেকে কামাল হোসেনের বাড়ী থেকে পারিবারিক বিরোধের জের ধরে অন্যত্র অবস্থান করছিলেন, কামাল হোসেন পিন্টুর মৃত্যু হলে সেই অভিমানে পিতা অপর ছেলে মেয়েদের মধ্যে জমির ভাগ বন্টন করে দেন এবং তার কিছু দিন পর মজিদ ফকির মৃত্যুবরণ করলে । পুত্রবধূ কাকলি বেগম তার এক সন্তান কে নিয়ে জমি ও বাড়ী স্থানীয় সন্ত্রাসী ব্যবহার করে জোরপূর্বক বাড়ির দখল নিতে আসলে তাতে বাঁধা দেন মজিদ ফকিরের ছেলেরা। এ ঘটনায় কাকলি বেগম আদালতে মামলা দায়ের করেন। আদালত কোন রকম রায় দেয়ার আগেই গতকাল ৪ অক্টোবর বৃহস্পতিবার আদালতের নির্দেশ উপেক্ষা করে , মুলাদী উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জুলফিকার বেল্লাল হোসেন সরদারের নেতৃত্বে স্থানীয় বাহিনী নিয়ে কাকলী বেগম মজিদ ফকিরের পুত্র ইমাম ফকিরসহ তার অন্য ভাইদের উপর হামলা চালিয়ে জোরপূর্ব তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘর দখল নেয় বলে অভিযোগ অভিযোগ করেছেন ইমাম ফকির । এ ঘটনায় মুলাদী থানা পুলিশের এস আই সফিকুল ইসলাম সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এদিকে সন্ত্রাসী হামলা আহত ইমাম হোসেন মুলাদী থানায় কাকুলি বেগম সহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এ ব্যাপারে কাকলী বেগম জানিয়েছেন , তিনি তার স্বামীর জমি ও নির্মাণ করা ঘরে তিনি ও তার সন্তান এর প্রাপ্য।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন